শিরোনাম
তথ্য অধিকার আইন, ২০০৯ প্রচারণা- এ মর্মে সকলকে অবগত করা যাচ্ছে যে, “তথ্য অধিকার আইন, ২০০৯" মোতাবেক নাগরিক সমাজ সরকারি অফিসের প্রকাশযোগ্য তথ্য প্রাপ্তিতে তথ্য প্রাপ্তির জন্য এর সেবাগ্রহীতাদের আবেদন দাখিলের ক্ষেত্রে সংযুক্ত ফরম ব্যবহার করুন
বিস্তারিত
এ মর্মে সকলকে অবগত করা যাচ্ছে যে, “তথ্য অধিকার আইন, ২০০৯" মোতাবেক নাগরিক সমাজ সরকারি অফিসের প্রকাশযোগ্য তথ্য প্রাপ্তিতে অধিকার সংরক্ষণ করে। আইন অনুযায়ী কিছু বিধি নিষেধ ব্যতীত বস্ত্র অধিদপ্তর হতে চাহিত তথ্য প্রাপ্তির জন্য এর সেবাগ্রহীতাদের/ অন্যান্য কতৃপক্ষের আবেদন দাখিলের ক্ষেত্রে সংযুক্ত ফরম (পরের পৃষ্ঠা দ্রষ্টব্য) অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।
আরও অবগত করা যাচ্ছে যে, এ কার্যালয়ের সেবা প্রাপ্তিতে আবেদন দাখিলের ক্ষেত্রে সেবা প্রদানে স্বচ্ছতা আনয়নে ডি-নথি হতে প্রাপ্ত ডিজিটাল রিসিভিং গ্রহণের জন্য সেবা গ্রহীতাদের কারিগরি পরামর্শ প্রদান করা হলো।