জরুরী নির্দেশনা : এ মর্মে সকলকে অবগত করা যাচ্ছে যে, “তথ্য অধিকার আইন, ২০০৯" বস্ত্র অধিদপ্তর হতে চাহিত তথ্য প্রাপ্তির জন্য সেবাগ্রহীতাদেরসংযুক্ত ফরম অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। এ কার্যালয়ের সেবা প্রাপ্তিতে আবেদন দাখিলের ক্ষেত্রে সেবা প্রদানে স্বচ্ছতা আনয়নে ডি-নথি হতে প্রাপ্ত ডিজিটাল রিসিভিং গ্রহণের জন্য সেবা গ্রহীতাদের কারিগরি পরামর্শ প্রদান করা হলো।
ইঞ্জি. নলিনী কুমার ঘোষ
উপ-পরিচালক (অতিঃ দাঃ)