Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উল্লেখযোগ্য কার্যাবলিঃ

উল্লেখযোগ্য কার্যাবলিঃ

বস্ত্র অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম প্রতিষ্ঠানের কার্যাবলি মূলত দুই ধরনের। একটি হলো টেক্সটাইল শিক্ষা সংক্রান্ত তথা টেক্সটাইল ভোকেশনাল (এসএসসি) কর্মসূচি পরিচালনা করা, অপরটি চট্টগ্রাম বেল্টে প্রতিষ্ঠিত বস্ত্র শিল্পকারখানাসমূহের (ইপিজেড ব্যতীত) পোষক কর্তৃপক্ষ হিসেবে সার্বিক সহায়তা প্রদান। এই দুটি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অত্র কার্যালয় অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক নানা সেবা দিয়ে থাকে। এ সকল সেবা বা কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম নিম্নে উল্লেখ করা হলোঃ

১। কর্মপরিবেশ উন্নয়নঃ বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, চট্টগ্রাম প্রতিষ্ঠানটি গণপূর্তের পুরনো ভবনে অবস্থিত। দীর্ঘদিন ধরে জরাকীর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে অত্র কার্যালয়ের সাবেক উপ-পরিচালক ইঞ্জি: ফারুক আহম্মেদ এর উদ্যোগে গণপূর্তের সহায়তায় তিনটি কক্ষের মধ্যে দুটি কক্ষের পূর্ত মেরামত কাজ সম্পন্ন করা হয়। এছাড়া শুদ্ধাচার চর্চার অপরিহার্য অংশ হিসেবে প্রথমবারের মতো গণপূর্ত অধিদপ্তরের সহায়তারয় পৃথক মহিলা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়। উক্ত কার্যক্রমসমূহ অত্র কার্যালয়ের সার্বিক কর্মপরিবেশে পূর্বের তুলনায় উন্নত করেছে বললে অত্যুক্তি হবে না। আগামী অর্থবছরে অপর কক্ষটিও সংস্কারের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

২। স্মার্ট বাংলাদেশ সংক্রান্ত কর্মপরিকল্পনা গ্রহণঃ   বস্ত্র অধিদপ্তর ,বিভাগীয় কার্যালয়,  চট্টগ্রাম  কর্তৃক স্মার্ট বাংলাদেশ বিষয়ক সুনির্দিষ্ট একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

৩। উদ্ভাবনঃ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় অত্র বিভাগীয় কার্যালয়ে ইনোভেশনের কাজ একটু একটু করে এগিয়ে চলছে। গ্রিন অফিস তথা পেপারলেস অফিসিং চালু করার লক্ষ্যে হার্ড কপি ব্যবহার হ্রাসের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য উদাহরণের মধ্যে রয়েছে, ডি-নথির ব্যবহারের পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে তথা গুগুল স্পেডসিট/ ডকুমেন্ট ব্যবহার করে অধীনস্থ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হতে তথ্য কম্পাইল করার প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৪। ওয়েবসাইটে সেবা সংক্রান্ত ভিডিও আপলোডঃ অত্র কার্যালয়ের পরিদর্শক জনাব নুরুচ্ছাপা পোষক সেবা সহজীকরণে ইউটিউবে ভিডিও ধারণ ও অনলাইন পরামর্শের উদ্যোগ গ্রহণ করেছেন যা ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বস্ত্র অধিদপ্তরের সেবা প্রাপ্তিতে উক্ত ভিডিওসমূহ সেবাগ্রহীতাদের সেবাপ্রাপ্তিতে সহায়ক হবে বলে আমরা আশা করছি।

৫। বিনিষ্টযোগ্য মালামাল বিনষ্টকরণঃ ২০২২-২৩ অর্থবছরে এ কার্যালয়ের বিনিষ্টযোগ্য মালামালের নিলাম কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি বছরে নথি বিনষ্টকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া নানামুখী কার্যক্রম চলমান রয়েছে, যা উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পেলে এ কার্যালয়কে আরও যুগোপযোগী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।