Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাফল্য

চট্টগ্রাম বিভাগীয় বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ০৯টি টিভিআই ৪র্থ শিল্প বিপ্লবের সাথে সামজ্ঞস্য রেখে “প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১” ও “জাতিসংঘ কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-২০৩০” বাস্তবায়নে বস্ত্র শিল্পে বিশেষ করে গার্মেন্টস সেক্টরের Floor level এ দক্ষ মানব সম্পদ ( Skilled Manpower ) তৈরি করছে। অত্র বিভাগীয় বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হতে গত অর্থ বছরে (২০২০-২১) এসএসসি (ভোকঃ) টেক্সটাইল শিক্ষাক্রমে ১২৪২ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে, চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১৪০৮ জন এবং উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১২২৫ জন, পাশের হার ৮৭.০১%। গত অর্থ বছরে (২০২১-২২) পোষকের কাজের আবেদন নিষ্পত্তি হয়েছে ২১৭ টি, নিষ্পত্তির হার ১০০% (প্রায়)। পোষকের কাজের অংশ হিসেবে ঐ বছরে বস্ত্র শিল্প কারখানায় ৬৭ বার পরিদর্শন করা হয়েছে। বস্ত্র শিল্পের পোষক কর্তৃপক্ষের কাজের মাধ্যমে গত অর্থ বছরে (২০২১-২২) রেজিষ্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ মোট ২,৭৭,০০০/- টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থ বছরে (২০২১-২২) এপিএ-তে অত্র কার্যালয়ের অর্জন ৯০.৭১।