Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাফল্য
  • চট্টগ্রাম বিভাগীয় বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ০৯টি টিভিআই ৪র্থ শিল্প বিপ্লবের সাথে সামজ্ঞস্য রেখে “প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১” ও “জাতিসংঘ কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-২০৩০” বাস্তবায়নে বস্ত্র শিল্পে বিশেষ করে গার্মেন্টস সেক্টরের Floor level এ দক্ষ মানব সম্পদ ( Skilled Manpower ) তৈরি করছে। অত্র বিভাগীয় বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সমূহ হতে ২০২৩-২৪ অর্থ বছরে এসএসসি (ভোকঃ) টেক্সটাইল শিক্ষাক্রমে নবম শ্রেণীতে ১০৮০ আসন সংখ্যার বিপরীতে ১০৯৬ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় (২০২৪) অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৮১৬ জন এবং উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৬৬৬ জন, পাশের হার ৮২.১২%। 


  • গত অর্থ বছরে (২০২৩-২৪) পোষকের কাজের আবেদন নিষ্পত্তি হয়েছে ২২৪ টি, নিষ্পত্তির হার ১০০% । পোষকের কাজের অংশ হিসেবে গত বছরে বস্ত্র শিল্প কারখানায় ১০৫ বার পরিদর্শন করা হয়েছে, যেখানে ২০২৩ সালে মাত্র ৮৪ বার পরিদর্শন করা হয়েছিলো। ২০২৩ -২৪ অর্থবছরে এ কার্যলায়ের মাধ্যমে নিবন্ধিত কারখানাগুলো বেসরকারি খাতে দেশি-বিদেশি মোট ২৩২২৮.৪৭৬  মি: টাকা বিনিয়োগ করেছে, যা ২০২২-২৩ অর্থবছরে ছিলো মাত্র ৬০৫৮.৫৭৩ মি: টাকা। 


  • গত অর্থ বছরে (২০২৩-২৪) এপিএ-তে অত্র কার্যালয়ের অর্জন ৯২.২৫ নম্বর। 


  • বস্ত্র শিল্পের পোষক কর্তৃপক্ষের কাজের মাধ্যমে ২০২৩-২৪ অর্থ বছরে রেজিষ্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ মোট ৯,৩৯,০০০/- টাকা রাজস্ব আদায় হয়েছে। একই খাত বাবদ  ২০২২-২৩ অর্থ বছরের পরিমাণ ৩,২৯,০০০/- টাকা। অর্থাৎ প্রায় তিন গুণ বেশি সরকারি রাজস্ব অর্জিত হয়েছে, যা অত্র কার্যালয়ের ঈর্ষাণীয় সাফল্য।