বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, চট্টগ্রাম।
সম্ভাবনাময় বস্ত্র শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন শিল্প দপ্তরের বস্ত্র উইংকে আলাদা করে বস্ত্র খাতের পোষক কর্তৃপক্ষের দায়িত্ব পালন ও বস্ত্র শিল্পের জন্য দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে ১৯৭৮ সালে বস্ত্র মন্ত্রণালয়ের (বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রণালয়) অধীনে বস্ত্র অধিদপ্তর সৃষ্টি করা হয়। বস্ত্র অধিদপ্তর সৃষ্টির পর হতে বস্ত্র প্রযুক্তিবিদের ব্যাপক শূন্যতা পূরণের লক্ষ্যে বস্ত্র খাতে দক্ষ জনবল সৃষ্টিসহ বেসরকারি খাতে বস্ত্র শিল্প কারখানার উন্নয়নে প্রয়োজনীয় সকল ধরনের কার্যাদি সম্পাদন করছিল। পরবর্তীতে ১৯৯১ সালে বস্ত্র শিল্পের পোষক কর্তৃপক্ষের দায়িত্ব বিনিয়োগ বোর্ডকে প্রদান করা হয়। ফলে বস্ত্র অধিদপ্তর তখন থেকে ২০১৩ সাল পর্যন্ত শুধু বস্ত্রখাতে দক্ষ জনবল তৈরির দায়িত্ব পালন করেছে। বর্তমান সরকারের সিদ্ধান্ত মোতাবেক ২৬/০৫/২০১৩ খ্রিস্টাব্দ হতে বস্ত্র অধিদপ্তর পুনরায় বস্ত্র শিল্পের পোষক কর্তৃপক্ষের (Sponsoring Authority) দায়িত্ব পালন করছে। বস্ত্র ও তৈরি পোশাক কারখানসমূহ এ কার্যালয় হতে “বস্ত্র শিল্প (নিবন্ধন ও ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্র) বিধিমালা, ২০২১” অনুযায়ী সেবা নিয়ে থাকে। অন্যদিকে, বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়টি বস্ত্র অধিদপ্তরের বিভাগীয় অফিস হিসেবে চট্টগ্রাম বেল্টে পোষক সেবা প্রদান করে থাকে।
বস্ত্র অধিদপ্তর দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে ০৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৪টি টেক্সটাইল ইনস্টিটিউট ও ৪১টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট-এ বস্ত্র শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বা শিক্ষা কার্যক্রম চালুকরণে প্রকল্পসমূহ পাইপলাইনে রয়েছে । আর বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, চট্টগ্রাম এর অধীনে ০৯ টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে যেগুলোর প্রশাসনিক কার্যক্রম অত্র প্রতিষ্ঠান পরিচালনা করছে এবং শিক্ষা কার্যক্রম কারিগরি শিক্ষাবোর্ডের সহায়তায় যৌথভাবে পরিচালিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস